পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: প্রাক্তন বিধায়ক তথা শিক্ষক নেতা অজিত খাঁড়ার স্মৃতির উদ্দেশ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন জরা হয় রবিবার। প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরের শিক্ষক ভবনে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতায় চার শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পাশাপাশি তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে। তবে এই বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।