আমাদের ভারত, ২৫ জুলাই: বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর মেয়াদের দ্বিতীয় বছর পূর্ণ করছেন। এদিন তিনি একজন শিক্ষকের ভূমিকায় অধিষ্ঠিত হলেন। তিনি একসময় ছিলেনও তাই।
রাষ্ট্রপতির এস্টেটের ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়াদের সাথে তাঁর সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত কথোপকথনে, তিনি এদিন প্রকৃতি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে পাঠ দিয়েছেন।
রাষ্ট্রপতি তাদের বয়সের কথা স্মরণ করে গাছপালা এবং প্রাণীদের যত্ন নেওয়ার ব্যাপারে তাঁর অভিজ্ঞতার কথা জানান। শিক্ষার্থীরা উৎসাহের সাথে সাড়া দেয়। অনেকে পরামর্শও দিয়েছে।