সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ এপ্রিল: মনোনয়ন পত্র দাখিলের দ্বিতীয় দিনে বিশাল শোভাযাত্রা করে মনোনয়ন পত্র জমা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আজ বেলা এগারোটা নাগাদ লালবাজার থেকে বিশাল মিছিল বের হয়।সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে গাড়ি, ছোট গাড়ি বাস, টোটোয় চেপে দলে দলে মানুষ হাজির হন হিন্দু হাইস্কুলের মাঠে। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই মহিলা, যুবরা যোগ দেন মিছিলে। ব্যান্ড পার্টি, ঢাক, ধামসা মাদলের তালে নাচতে নাচতে মিছিল এগিয়ে চলে।রনপা, বিশাল আকৃতির আদিম মানুষের সাজে সজ্জিত হয়েও মিছিলে যোগ দেন অনেকে।
বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি, ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ জেলার নেতৃত্ব হাজির ছিলেন মিছিলে। সুসজ্জিত গাড়িতে রাস্তার দু’পাশে হাজির জনতার অভিনন্দন ও হাতজোড় করে নমস্কার বিনিময় করেন সুভাষবাবু। দ্বিতীয় বার জয়ের জন্য আত্মবিশ্বাসী সুভাষবাবু বলেন, মোদীজীর আহ্বান ‘আব কি বার চারশো পার, ‘এবার দেশবাসী সাড়া দিয়েছেন। এছাড়াও রাজ্য জুড়ে সন্ত্রাস, চাকরি কেলেঙ্কারি, সন্দেশখালির ঘটনা নাড়া দিয়েছে প্রতিটি নাগরিকের মনে। ভোটে তার প্রভাব পড়বে এটা নিশ্চিত।
উল্লেখ্য, ২০১৯- এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনে তৃণমূলের পোড়খাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখার্জিকে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে পরাজিত করেন সুভাষবাবু।
এদিন মিছিল করে জেলাশাসকের দপ্তরে এসে তিনি মনোনয়ন পত্র জমা দেন।