আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা: বিজেপিকে ঘৃণা করুন, ওরা ঘৃণার যোগ্য, ওদের হিরো বানাবেন না। বাংলায় তৃণমূলকে রাখুন, বিজেপিকে ঢুকতে দেবেন না। ওরা রাষ্ট্রপতি শাসনের জন্য ষড়যন্ত্র করছে, আমরা ওদের ষড়যন্ত্র সফল হতে দেব না, যে কোন মূল্যে রুখব। তৃণমূল থেকে একটা-দুটো ইঁদুর পালালে তৃণমূলের কিছু যাবে আসবে না, তৃণমূল ঠিকঠাক চলবে। সোমবার সন্ধ্যায় বরানগরে জনসভায় বললেন সাংসদ সৌগত রায়।
উত্তর ২৪ পরগনার বরানগরে তৃণমূলের এক জনসভায় যোগ দিতে এসে তৃণমূলের দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় রাজ্যের বিরোধী দল বিজেপি ও বিজেপির বেশকিছু নেতৃত্বর তীব্রভাবে সমালোচনা করেন। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, বিজেপি নেতা সায়ন্তন বোসের কোনও অধিকার নেই সাত বারের লোকসভায় জয়ী এবং দুবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত মমতা ব্যানার্জির সম্বন্ধে কোনো কথা বলার। ওদের একটা রাজ্য সভাপতি আছে, অকথা কুকথা বলায় ওর কোনো তুলনা নেই, দিলীপ আর মুকুল দু’বেলা ঝগড়া করছে তাই দিলীপের ঘাড়ের ওপর দলের কেন্দ্রীয় নেতাদের বসিয়ে দিতে হয়েছে। তৃণমূল থেকে একটা-দুটো ইঁদুর পালালে তৃণমূলের কিছু হবে না, তৃণমূল ঠিকঠাক চলবে।
কৈলাস বিজয়বর্গীয়কে ব্যক্তিগত আক্রমণ করে বলেন
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়কে দেখতে বাংলার পাঁচের মতন, ওর নাম হচ্ছে কৈলাস। এসেই বলছে লাশ কই? মর্গে গিয়ে খোঁজ করবে বেওয়ারিশ লাশ কিছু আছে কিনা, থাকলেই বলবে এ বিজেপি কর্মী ছিল তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে মরেছে। পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন চাই, ওরা যদি বাপের ব্যাটা হয় তাহলে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন করে দেখাক পশ্চিমবাংলা সর্বশক্তি দিয়ে সেই শাসন রুখবে। তিনি রাজ্যপাল সম্বন্ধেও মন্তব্য করেন। সৌগত বলেন, তিনি একজন আধ-পাগল, তিনি জানেন না যে সংবিধান অনুযায়ী রাজ্যপাল বিবৃতি দিতে পারেন না। আমাদের যদি কোনও ত্রুটি হয়ে থাকে আমরা আপনাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইবো, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলকে আপনারা রাখুন, আর বিজেপিকে ঢুকতে দেবেন না।