আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ নভেম্বর: ভূপতিনগরে উদবাদাল খালে উঠে আসা ডলফিনকে ঘিরে উন্মাদনার মর্মান্তিক সমাপ্তি ঘটল আজ। গতকাল শুক্রবার সারাদিন উদবাদাল খালে হাজার হাজার মানুষের মনোরঞ্জন করার পর আজ সকালে ডলফিনটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। নন্দীচক থেকে ইটাবেড়িয়ার মধ্যবর্তী বোগার পুলের কাছে ডলফিনটির নিথর দেহ উদ্ধার করেছে এলাকার মানুষ। স্থানীয় মৎস্যজীবী অনিল ঘোড়াই তাকে মৃত অবস্থায় প্রথম দেখতে পান। একটি জালে জড়িয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে।
উল্লেখ্য গত ১৪ তারিখ সন্ধ্যে বেলার দিকে উদ্বোধন খালে স্থানীয় মানুষজন একটি অতিকায় প্রাণীর দেখা পায়। পরে প্রাণীটিকে পর্যবেক্ষণ করে বোঝা যায় প্রাণীটি আর কিছু না গ্যানঞ্জেটিক ডলফিন বা শুশুক। নদী থেকে খালে ঢুকে পড়েছে ডলফিনটি। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ, প্রশাসন এবং বনদপ্তরকে। দলফিনটিকেট দেখতে রীতিমত খালের ধারে প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমায়। পুলিশ এবং বনদপ্তর লোকেরা এসে উপস্থিত হয়। কিন্তু কোনভাবেই ডলফিন টিকে ধরে সঠিক জায়গায় পাঠাতে পারেননি বনদপ্তরে কর্মীরা। গতকাল সারাদিন রাতের চেষ্টাতেও ডলফিনটিকে ধরতে পারেনি বনদপ্তরের কর্মীরা। পরে আজ ভোরে স্থানীয় এক মৎস্যজীবীর জালে জড়িয়ে ডলফিনটি মারা যায়।
ডলফিনের মৃত্যুতে ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। বনদপ্তরের কর্মীদের কর্মদক্ষতা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।
নিজের জীবনের বিনিময়ে পূর্ব মেদিনীপুর জেলার বন দপ্তরের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেল ডলফিনটি।