আমাদের ভারত, ভগবানপুর, ১৫ নভেম্বর: গ্রামের খালে ডলফিন দেখতে কয়েক হাজার মানুষের সঙ্গে ভিড় জমালো স্কুল পড়ুয়া ও এলাকার কচি কাঁচারা। পাঠ্য পুস্তকে যা পড়ার বিষয় কিংবা টিভির পর্দায় যা দেখা যায় তা প্রত্যন্ত গ্রামের খালে হঠাৎ দেখা মেলায় উৎসাহের বাঁধ ভাঙ্গে গ্রামবাসীদের।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার উদবাদালে একটি খালে ডলফিনটি দেখা যায় শুক্রবার সকালে। কিভাবে ডলফিনটি খালে এল তা জানা যায়নি। বড় মাপের ডলফিনটিকে ধরার জন্য বেশকিছু মৎসজীবী খালে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানপুর থানার পুলিশ।সুরক্ষার পাশাপাশি ডলফিনটি নজরদারি চালায় পুলিশ। বন দপ্তরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে বন দপ্তরের কর্মীরা। জাল পেতে তারা ডলফিনটি ধরে নিয়ে যায়। সেটি সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।