পুরাতন মালদায় সারমেয়দের নিয়ে ডগ-শো

আমাদের ভারত, মালদা, ৬ ডিসেম্বর: গৃহপালিত সারমেয়দের নিয়ে ডগ-শো অনুষ্ঠিত হলো পুরাতন মালদায়। মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজ সংলগ্ন মাঠে এই ডগ-শো’টি অনুষ্ঠিত হয়। সেখানে ১১০ জন প্রতিযোগী তাদের পালিত বিভিন্ন জাতের কুকুর নিয়ে অংশ নেন। বিভিন্ন জাতের কুকুরদের নানান ধরনের কসরত দেখানো হয়। মালদা ক্যানেল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই শো টি। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে এদিন পুরস্কৃত করা হয়েছে।

ডগ-শো এর আয়োজক মালদা ক্যানেল ক্লাবের সভাপতি দেবমাল্য সাহা জানিয়েছেন, ‘২০১২ সাল থেকে আমরা এই ডগ-শো এর আয়োজন করে আসছি। সারমেয়দের ওপর যাতে কোনওরকম নির্যাতন না হয়, পশুদের বাঁচিয়ে রাখতে এই শোয়ের মাধ্যমে সচেতনতা প্রচার করার উদ্যোগ নিয়ে থাকি। এবছর জেলার বাইরে থেকে বিভিন্ন প্রতিযোগিরা এখানে অংশগ্রহণ করেছেন। সকলকেই পুরস্কৃত করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *