Doctor, Justice, ‘বিচার পেতে আলোর পথে’, ৪ সেপ্টেম্বর কর্মসূচি প্রতিবাদী চিকিৎসকদের

আমাদের ভারত, ৩১ আগস্ট, আরজিকর-কাণ্ডের বিচারের দাবিতে ৪ সেপ্টেম্বর ‘বিচার পেতে আলোর পথে’ নামক একটি কর্মসূচির আয়োজন করবেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা জানিয়েছে, সহপাঠী খুনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই।

আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করবেন তাঁরা। একই সঙ্গে হবে উল্লিখিত অভিযান। এক বিবৃতিতে জুনিয়র চিকিৎসকদের আহ্বান, ‘আগামী ৪ সেপ্টেম্বর বুধবার রাত ৯টা থেকে ১০টা, এক ঘণ্টা ঘরের আলো বন্ধ রেখে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানব বন্ধন করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনে পাশে এসে দাঁড়ান।’

৯ অগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার থেকে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও তাঁরা মনে করছেন, এই ঘটনায় আরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তাঁদের মতে, কারও একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *