Jalpaiguri, Doctor, আর জি কর কাণ্ডের বিচার ও সচ্ছ স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার দাবি, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতীকী অনশন চিকিৎসকদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ অক্টোবর: আর জি কর কাণ্ডের বিচার ও সচ্ছ স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার দাবি তুলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতীকী অনশনে বসলেন চিকিৎসকদের একাংশ। এর জেরে পুজোর পর প্রথম সোমবার স্বাস্থ্য পরিষেবা ব্যহত হচ্ছে বলে অভিযোগ।

আউটডোর পরিষেবা বন্ধ। দূর দূরান্ত থেকে আসা রোগীরা ডাক্তার দেখাতে এক দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। রোগীদের দাবি, তাঁরাও বিচার চান কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সচল রাখার দাবি তুললেন তাঁরা। দুর্গা পুজোকে কেন্দ্র করে কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন বন্ধ ছিল বলা যেতেই পারে। গতকাল প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া সম্পন্ন হতেই আবার এ দিন সকাল থেকে বারো ঘণ্টার জন্য প্রতীকী অনশনে সামিল হলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি পরিষেবার সামনে প্রায় পনেরো জন চিকিৎসক এই অনশনে সামিল হয়েছেন। অনশন মঞ্চে হাজির থেকে চিকিৎসকদের একাংশ অনশনকারীদের সমর্থন করছেন।

ময়নাগুড়ির ভোটপট্টি থেকে আসা রোগী লক্ষ্মী মণ্ডল বলেন, “চিকিৎসক দেখাতে হাসপাতালে এসেছি। হাসপাতাল বন্ধ, ওষুধ দিচ্ছে না। অভয়ার বিচার আমরাও চাই।” রংধামালির বাসিন্দা আরতি দাস বলেন, “হাসপাতালে এসেছি চিকিৎসক দেখাতে। এক ঘণ্টা থেকে দাঁড়িয়ে আছি, চিকিৎসক নেই। বিচার তো আমরাও চাই। কিন্তু তারমধ্যে সকলের সুবিধে অসুবিধে দেখতে হবে।”

আন্দোলনকারী চিকিৎসক সুদীপন মিত্র বলেন, “আর জি কর- এর বিচারের পাশাপাশি দুর্নীতি মুক্ত স্বচ্ছ স্বাস্থ্য প্রশাসন গড়ে তোলা। রোগীদের সুবিধার্থে জরুরি বিভাগের সামনের টেবিল চেয়ার পেতে পরিষেবা দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *