blood, dog, ডোবারম্যান ভৈরব রক্ত দিয়ে প্রাণ বাঁচালো ল্যাব্রাডরের

আমাদের ভারত, ২ আগস্ট: একটা কুকুর রক্ত দিয়ে বাঁচিয়ে দিলো আরও একটা কুকুরকে। আর কর্ণাটকের কোপ্পালে ঘটা এই ঘটনা অবাক করে দিয়েছে সকলকে।

রক্তদান জীবন দান। আর এই দান হলো পৃথিবীর শ্রেষ্ঠ দান। কিন্তু এই কথাটা এতদিন মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। কিন্তু আজ এই স্লোগান সার্থক হয়ে উঠলো কুকুরের ক্ষেত্রেও।

কর্ণাটকের কোপ্পাল শহরের একটি পশু চিকিৎসা কেন্দ্র ৯ বছর বয়সী একটি অসুস্থ ল্যাব্রাডরকে নিয়ে আসা হয়। কুকুরটির হিমোগ্লোবিন ৩-এ নেমে এসেছিল। প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। দিশেহারা হয়ে যায় চিকিৎক ও কুকুরের মালিক।

ঠিক সেই সময় পশু চিকিৎসক বাসবরাজ পুজারা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা চিকিৎসকের প্রস্তাবে রাজিও হয়ে যান। ওই চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যান ভৈরব-কেও নিয়ে আসেন। ভৈরবের সঙ্গে রক্তের নমুনা মিলে যাওয়ায়, রক্ত দেয় ওই ডোবারম্যান। ১২ মিনিটের মধ্যে ৩০০ মিলি রক্ত দেয় ভৈরব। প্রাণ বাঁচে ওই ল্যাব্রাডরের। স্বস্তির নিশ্বাস ফেলে সকলে।

আর এভাবেই আজ রক্ত দান জীবন দান কথাটি প্রযোজ্য হলো কুকুরের ক্ষেত্রেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *