বাড়ি পোষা জীবজন্তুদের কি করোনার ভয় আছে? কী বলছেন প্রাণী বিশেষজ্ঞরা

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৮ মার্চ: শুক্রবার একদিনে ১৫০ সংক্রমণ বেড়ে যাওয়ার পর করোনা সংক্রমণ নিয়ে আতঙ্ক আরও বহুগুণ বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ মত দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন করছেন দেশবাসী। কিন্তু মানুষ যে ভাইরাস আক্রমণের চূড়ান্ত ভয় পাচ্ছে, পশু প্রাণীদের কি বিন্দুমাত্র সে ভয় নেই? আসুন জেনে নেওয়া যাক এই বিষয়টা নিয়ে পশুপ্রেমী ও প্রাণী বিশেষজ্ঞরা কি বলছেন?

পশ্চিমবঙ্গ প্রাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ দাসের কথায়, ‘বাড়ির ‘পোষ্যদের করোনা হওয়ার সম্ভাবনা নেই। কাজেই অকারণ দুশ্চিন্তার কিছু নেই। করোনা সংক্রমণ সম্পর্কে নিজেরা সচেতন থাকুন। যিনি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোচ্ছেন, ঘরে ফেরার পর নিজেকে স্যানিটাইজ করে তবেই পোষ্যর কাছে যাবেন।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘রাস্তার কুকুর বা অন্য প্রাণী করোনা সংক্রমিত হয়েছে, এমন কোনো খবর এখন পর্যন্ত মেলেনি। ওদেরকেও পুরসভার তরফ সে নিয়মিত সমস্ত টিকা দেওয়া হয়, যাতে ওরা কোনও মানুষের সংস্পর্শে এলে কেউ সংক্রামিত না হয়। তবুও খাবার দেওয়া ছাড়া অকারণে এখন ওদের সংস্পর্শ এড়িয়ে চলাই ভাল।’

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আগে জানিয়েছিল, পোষ্যদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই। কিন্তু হংকংয়ে সম্প্রতি একটি পোষা কুকুর করোনা পজিটিভ হওয়ার পর হু নিজের অবস্থান বদলায়। তারপরে অবশ্য হু জানিয়েছে, ওই কুকুরটির প্রভু করোনা আক্রান্ত ছিলেন। একইসঙ্গে ওই কুকুরটি সমস্ত টিকাকরণ সম্পূর্ণ ছিল না। এই খবর প্রকাশ্যে আসার পর যাঁদের ঘরে পোষা কুকুর, বিড়াল রয়েছে, তাঁরা চিন্তায় পড়ে যান।

কিন্তু বিশ্বব্যাপী এই করোনা সংক্রমণের সময়ও পোষ্যদের নিয়ে কোনও ভয় নেই বলে জানান রায়দিঘির বিধায়ক, পশুপ্রেমী দেবশ্রী রায়। তার কথায়, ‘পোষ্যদের অর্থাৎ বাড়ির কুকুর, বিড়ালদের করোনার ভয় নেই। হংকংয়ের ঘটনা নিয়ে দেবশ্রী রায় বলেন, ‘নিশ্চিত ভাবে ওই কুকুরটির মালিক তিনি তাঁর গাফিলতি ছিল। কারণ যাঁরা কুকুর বিড়াল পোষেন, তাঁরা পোষ্যদের অন্যান্য অনেক টিকার সঙ্গে করোনা টিকাও দেওয়ার বন্দোবস্ত করেন। ফলে পোষা কুকুর, বিড়ালদের করোনা হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এই পশু প্রাণীরা করোনা বাহক নয়। কিন্তু পোষ্য প্রাণীদের অবশ্যই টিকাগুলো দিতে হবে। আমার পোষ্যদের ছাড়াও আমি পথ কুকুর, বিড়ালদেরও টিকা দিই।’

আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্তও বলেন, ‘এমনিতেই চিড়িয়াখানা বন্ধ। তবে চিড়িয়াখানার পশু প্রাণীরা সুরক্ষিত রয়েছে। প্রতিটি জীবজন্তুর খাঁচায় প্রতিদিন জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে। একইসঙ্গে ওদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাকরণ চালিয়ে যাচ্ছি আমরা। জীবজন্তুদের ওপর করোনা সংক্রমণের প্রভাব প্রভাব আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। তবে ওদের ওপর সতর্ক নজর রাখা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *