আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে: বাংলা-ওড়িশা সীমান্তের নাকা চেকিং এবং স্বাস্থ্য পরীক্ষার পরিকাঠামো খতিয়ে দেখলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলা লকডাউন পর্বে জেলা থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটি সীমানায় চলছে নাকা চেকিং। সেইমতো বাংলা ওড়িশা সীমান্ত পশ্চিম মেদিনীপুরের সোনাকোনিয়াতে চলছে নাকা চেকিং। সোমবার বিকেলে সেই নাকা চেকিংয়ের পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলাশাসক রেশমি কোমল সহ জেলা পুলিশ সুপার দিনেশ কুমার ও জেলা সভাপতি অজিত মাইতি। এদিন তারা সীমান্তের স্বাস্থ্য পরীক্ষার পরিকাঠামোও খতিয়ে দেখেন।