সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ ডিসেম্বর: সাইকেল চালিয়ে একাই
পৌছে গেল টাইগারহিলে।সাত দিনের মাথায় উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে
টাইগারহিলে পৌছল বনগাঁর যুবক
দিব্যেন্দু ঘোষ। টাইগার হিলের চূড়ায় উঠে
দুহাত তুলে সে জানালো আমার একটা স্বপ্ন সত্যি হল আজ।

দিব্যেন্দু সীমান্তের সাইকেলওলা বলে পরিচিত।পেষায় সিভিক ভলান্টিয়ার।গত বছরে সে সাইকেল চরে বাংলাদেশের ঢাকায় যাত্রা
করেছিল। দিব্যেন্দুর স্বপ্ন সাইকেল
চালিয়ে গোটা বিশ্ব পরিক্রমা করা।যদিও এর আগে নতুন রেকর্ড গড়েছিল পুনের
কিশোরী বেদাঙ্গি কুলকার্নি। সাইকেল চড়ে তিনি গোটা
দুনিয়া ঘুরে ছিলেন মাত্র ১৫৯ দিনে।
জানা গিয়েছে, গত ৭ই
ডিসেম্বর দিব্যেন্দু বনগাঁ
থানার সামনে থেকে সাইকেল চালিয়ে দার্জিলিংয়ের
উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ওই দিন বনগাঁর অনেক
বিশিষ্ট জনেরাই উৎসাহ দেয় তাকে।বনগাঁর মানুষ দিব্যেন্দুকে উৎসাহের সঙ্গে সাহস
যুগিয়েছে।এরপর দিনের শেষে যেখানে পৌছায় দিব্যেন্দু, সেখান
থেকেই স্যোশাল মিডিয়ায়
ছবি ও তার অভিজ্ঞতার কথা লেখে। মঙ্গলবার সকালেই সে পৌছে যায় টাইগারহিল। দিব্যেন্দুর এই সাফল্যকে
উৎসাহ জানিয়েছে বনগাঁর
মানুষ। বাড়ি ফেরার দিন গুনছে
পরিবার ও আত্মীয়রা।
দিব্যেন্দু তাঁর স্যোশাল মিডিয়ায় লিখেছে বাংলার
নদী, মাটি, গ্রাম, পাহাড়ের উঁচুনীচু পথ সহ জঙ্গল
পেরিয়ে সাইকেল চেপে পৌছে গেছি টাইগার হিলে।

