BJP, TMC, khardah, খড়দহে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির জেলা সহ-সভাপতি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ জুন: আজ বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হলো সপ্তম তথা শেষ দফার নির্বাচন। এদিন খড়দহে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন বিজেপির জেলা সহ-সভাপতি। অন্যদিকে, মুরাগাছার তেঘড়িয়া হাইস্কুলে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে দেখেই তৃণমূলের গো ব্যাক স্লোগান ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।

আজ দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দহ বিধানসভার বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের লেলিনগড় ২৩৭ নম্বর বুথে বিজেপি কলকাতা উত্তর শহরতলির সহ-সভাপতি শেখ রমজান আলীকে বাঁশ দিয়ে মারধর করা এবং তার গাড়ি ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে আক্রান্ত বিজেপি উত্তর কলকাতা শহরতলির সহ-সভাপতি সেখ রমজান আলী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি নেতৃত্বের গাড়ি ভাঙ্গচুর করেছে।

অন্যদিকে, মুরাগাছার তেঘড়িয়া হাইস্কুলে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে দেখেই তৃণমূলের গো ব্যাক স্লোগান ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই স্কুলে ২১২, ২১৩ ও ২১৬ তিনটি বুথ রয়েছেন। এদিন অভিযোগ পেয়ে ওই স্কুলে ঢুকতেই বিলকান্দ-২ পঞ্চায়েতর তৃণমূলের জেলা পরিষদের সদস্য সোমা ঘোষ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সুজন চক্রবর্তীর উদ্যেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। অবশেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভরত তৃণমূল কর্মী-সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়।

তৃণমূলের জেলা পরিষদের সদস্যা সোমা ঘোষের অভিযোগ, এখানে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। সুজন চক্রবর্তী বহিরাগতদের নিয়ে এসে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। অবশেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সেখান থেকে বেরিয়ে যান বাম প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *