পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: একাধিক দাবি সহ প্রশাসনের উপর বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে জেলাশাসককে স্মারকলিপি দিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বুধবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে গোটা শহর পরিক্রমা করে অবশেষে জেলাশাসকের দফতরে এসে শেষ হয়। তারপর জেলাশাসককে স্মারকলিপি দেয় জেলা ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
মূলত তাদের দাবিগুলি হলো মোহনপুর ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল পুনরায় শুরু করতে হবে, অবৈধক বালি খাদানগুলি থেকে ওভারলোড বন্ধ করতে হবে, রাস্তায় ট্রাফিক পুলিশের জোর জুলুম বন্ধ করা সহ ছয় দফা দাবি নিয়ে এই দিন স্মারকলিপি দেওয়া হয়।