গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ জেলা প্রশাসনের

আমাদের ভারত, গঙ্গাসাগর, ১৩ জানুয়ারি: ইতিমধ্যেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম এখন সাগরের বেলাভূমিতে। দূর দুরান্ত থেকে পূণ্যার্থীরা এই মেলায় প্রতিবছরই আসেন। এ বছরও ইতিমধ্যেই কয়েক লক্ষ পূণ্যার্থী মেলায় এসেছেন।

রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও এই মেলায় মানুষ এসেছেন। দেশের এই দ্বিতীয় বৃহত্তম মেলা তথা রাজ্যের সর্ববৃহৎ এই মেলাকে পরিস্কার পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত করতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। শনিবার সকালে তাই জেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়।

গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধ বদ্ধপরিকর জেলা প্রশাসন। শনিবার এই উপলক্ষে দক্ষিন ২৪ পরগনার জেলা জেলাশাসক সুমিত গুপ্ত, উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাসাগর–বকখালি ডেভেলপমেন্ট অথোরিটির আধিকারিকরা। সাথে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়।

দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা জানান, গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। ১০জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য রান ফর গ্রিন গঙ্গাসাগর করার লক্ষ্যে একটি দৌড়ের আয়োজনও করা হয়েছিল। গঙ্গাসাগর মেলাতে যে সকল ব্যবসায়ীরা ব্যবসার জন্য এসেছেন তাঁদের প্লাস্টিকের ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ জেলা প্রশাসনের পক্ষ থেকে হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *