বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতির জন্মদিনে তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত এলাকার বাসিন্দাদের শীতবস্ত্র বিতরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জানুয়ারি: আজ শনিবার বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি শমিত কুমার দাশের জন্মদিন উপলক্ষ্যে মেদিনীপুরের তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত এলাকার বাসিন্দাদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগড় ব্লকের বিভিন্ন এলাকায় দুঃস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করার পাশাপাশি ২০২১-এর বিধানসভার নির্বাচনী প্রচার হিসেবে দেয়াল লিখন কর্মসূচি শুরু করা হয়েছে। ৬৮ নম্বর তেঁতুলিয়া ভূমজান বুথ পাকুড়র্সেনি ৫ নম্বর অঞ্চল সহ নারায়ণগড় উত্তর মন্ডল এলাকার বিভিন্ন অংশে দেওয়াল লিখন হয়েছে। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সম্পাদক বিশ্বনাথ দোলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *