ফেসবুক গ্রুপের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: লকডাউনের সঙ্কটকালে অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ফেসবুক গ্রুপের বন্ধুরা। মাস দেড়েক আগে লকডাউনে গৃহবন্দি থাকা অবস্থায় নিজেদের যাত্রা পথে গতি পেয়েছে সুবর্ণ রৈখিক ভাষা চর্চা ও সুবর্ণ রৈখিক সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব”।

মাসখানেক আগে এই ফেসবুক গ্রুপ সূত্রে আলাপ হওয়া বিশ্বজিৎ পাল, সুমিত দাস, সুমন মন্ডল, তপতী রাণা বিশ্বজিৎ মহাপাত্র, স্বর্ণালী কুন্ডু, নরেন মান্ডিরা এগিয়ে এলেন ত্রাণের কাজে। এদের কেউ শিক্ষক, কেউ রেলওয়ে কর্মচারী, কেউ কলেজ পড়ুয়া, কেউ গৃহশিক্ষকতার কাজে যুক্ত। রবিবার ফেসবুক গ্রুপের এই বন্ধুরা ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যান ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধা শবর জনজাতি অধ্যুষিত ভেইলাজুড়ি গ্রামে। এই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর চল্লিশটি পরিবারের হাতে এঁরা মুড়ি, চিঁড়া, মুসুর ডাল, বিস্কুট, সরিষার তেল, সোয়াবিন, বিভিন্ন মশলা গুঁড়ো, সাবান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন।

এই ফেসবুক গ্রুপের অন্যতম মডারেটর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া বলেন,”ভাষা সমাজের বাইরে নয়, ভাষা সমাজের গুরুত্বপূর্ণ অঙ্গ।আমরা ভাষা ও সংস্কৃতি চর্চার গ্রুপে যেমন আমাদের ভাষা ও সংস্কৃতি চর্চা করবো, তেমনি পাশাপাশি আমরা সামাজসেবা ও পরিবেশ সচেতনতা মূলক কিছু কাজ করতে চাই, ঝাড়গ্রামের ভেলাইজুড়ির কর্মসূচি তারই অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *