অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ নভেম্বর: বিয়েবাড়ির অনুষ্ঠানে মাস্ক বিতরণ করলেন গোপীবল্লভপুর ২ নং ব্লকের প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষা। রবিবার এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের আশকোলা গ্রামে।
আশকোলা গ্রামের বাসিন্দা প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষের ভাই সৌমেন্দু বেরার বিয়ে হয় ঝাড়খন্ডের বরাগাড়িয়া নিবাসি রুমা ঘোষের সাথে। এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত না করেই হয় বৌভাতের অনুষ্ঠান। সেই বৌভাতের অনুষ্ঠানে আসা অতিথিদের হাতে মাস্ক তুলে দেন প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষা দিপীকা বেরা। এবিষয়ে দিপীকা বেরা বলেন, ‘করোনা ভাইরাস থেকে একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। আর সেই সচেতনতার জন্যই ভাইয়ের বিয়েবাড়ির বৌভাত অনুষ্ঠানে আসা মাস্কহীন অতিথিদের মাস্ক বিতরণ করি।’