পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: বুধবার কেশপুর ব্লকের বিশ্বনাথপুর এলাকায় মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, পুরসভার সিআইসি সৌরভ বসু সহ অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধিরা।
এদিন শতাধিক মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ডিষ্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে কেশপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায় কেশপুর ব্লকের বন্যা পীড়িত প্রায় ৮০০ জন দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা চেম্বারের সাধারণ সম্পাদক চন্দন বসু, সহ-সম্পাদক সিদ্ধার্থ ঘোষ, সহ-কোষাধ্যক্ষ সুতীর্থ সাহু এবং কেশপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক স্বপন চৌধুরী। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা জেলা চেম্বার অব কমার্সের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।