পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় মুসলিম সম্প্রদায়ের পবিত্র ইদ উপলক্ষে ইদ কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার।
জানা গিয়েছে, এদিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধিক দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, প্রদ্যুৎ ঘোষ, আশিস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।