সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ মে: ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে দিব্যাঙ্গজনদের সাহায্য ও ডিভাইস বিতরণের জন্য আজ পোয়াবাগান ও দুর্লভপুরে এক শিবিরের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার আজ এই শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, জেলাজুড়ে বিভিন্ন এলাকায় এধরনের ৬টি শিবির সংগঠিত করা হবে। শিবিরগুলিতে পূর্ব নির্ধারিত ১৪০৪ জনকে সহায়ক যন্ত্র বিনামূল্যে।বিতরণ করা হবে। প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকার সরঞ্জাম প্রদান করা হবে। এরমধ্যে ৩৮৯টি ট্রাই সাইকেল, ২৯২টি হুইল চেয়ার, ২৯৬টি ক্রাচ, ২৫০টি হাঁটার লাঠি, ৫২৪টি হিয়ারিং হেড ইত্যাদি সরঞ্জাম রয়েছে।

আজ সকালে পোয়াবাগানে শিবিরের উদ্ধোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার। অনুষ্ঠানে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি, বাঁকুড়া ১নং ব্লকের বিজেপির সভাপতি গোবিন্দ ঘোষ, বিজেপি নেতা অজয় ঘটক সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।


