পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: ঌ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ও ঌ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার সিআইসি সৌরভ বসুর ব্যবস্থাপনায় এবং ঌ নম্বর ওয়ার্ডবাসীর সহযোগিতায় আজ ডেবরা ব্লকের ৭ নম্বর অঞ্চল নরহরিপুরে বন্যা দুর্গত জলবন্দি অসহায় ১০০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ছিল খিচুড়ি, তরকারি। সেই সঙ্গে শুকনো খাবারের মধ্যে ছিল বিস্কুট, পাউরুটি, মুড়ি, জামাকাপড়, ঔষধ, ব্লিচিং, পানীয় জল, কেক, ওআরএস, গ্লুকোজ ইত্যাদি বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলি মোহন মান্না, পার্থ প্রতিম মন্ডল, সৌভিক সেন, সুব্রত সিট, বিশ্বজিৎ মুখার্জি, স্বপন দাস, পিন্টু দাস, নেপাল মুখার্জি, সুতনু দাস, প্রসাদ আড্ড প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

