সাথী দাস, পুরুলিয়া, ১৯ সেপ্টেম্বর: এলাকায় বন্ধ খাদান খোলার আন্দোলন করে কাজের সংস্থান চাইলেন পুরিয়ার কাশীপুরের পাথর শ্রমিকরা। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের বড়রা অঞ্চলের পলসড়া গ্রামের ধনারডি পাহাড়ের ঐতিহ্যকে বজায় রেখে পাহাড়ের পাদদেশে বন্ধ খাদান খোলার দাবিতে আন্দোলনে নামলেন কর্মরত শ্রমিকরা। পলসড়া গ্রামের একাংশ মানুষজনও খাদানে কর্মরত শ্রমিকদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। আদিবাসী অধ্যুষিত পলসড়া গ্রামের মানুষরা এদিন একাধিক স্লোগান সহকারে হাতে প্ল্যাকার্ড নিয়ে পাহাড়জুড়ে আন্দোলনের পথে নামেন।
আন্দোলনকারীদের কথায়, বন-জঙ্গল ও পাহাড়ের ঐতিহ্যকে বজায় রেখে একটি কোম্পানি খাদানের কাজ শুরু করেছে। কিন্তু গ্রামের একশ্রেণির মানুষ পাহাড়কে কাটা এবং ধ্বংস করা হচ্ছে বলে মিথ্যে অভিযোগ করে সেই খাদানের কাজ বন্ধ করে দিয়েছেন। যার ফলে গ্রামের বেশিরভাগ মানুষই বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই খাদানের কাজ চালু করতে হবে নয়তো আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও এদিন হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক কমলা কান্ত হাঁসদা। তিনি বলেন, “পাহাড় এবং ঐতিহ্যকে বজায় রেখে কাজ হচ্ছে। এতে প্রচুর মানুষ কাজের সুযোগ পেয়েছেন। আমরা এটাকে সমর্থন করছি। পাহাড়কে অক্ষত রেখে কাজ করলে আপত্তি কোথায়?” বিষয়টি নিয়ে এক শ্রেণির মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য সরকার অনুমোদিত এবং নিয়ন্ত্রিত পাথর খাদান বন্ধ করার উদ্যোগ নেয়। তারই প্রতিবাদে সদ্য কর্মহারারা পাল্টা আন্দোলন শুরু করলেন আজ।