পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: জুন মালিয়ার প্রচারে দলের কর্মীদের অসন্তোষ। আর এই নিয়ে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আজ শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন জুন মালিয়া। বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জুনের রোড শো। তখনই তাঁর হুড খোলা গাড়িতে উঠতে যান সদ্য নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর অর্পিতা রায় নায়েক। অর্পিতাকে দলে নেওয়ায় এমনিতেই অর্পিতার বিরুদ্ধে ক্ষোভ উঠছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের মধ্যে। জুন মালিয়ার গাড়িতে ওঠার সময় সেই ক্ষোভ আছড়ে পড়ে। তিনি গাড়িতে উঠলে প্রতিবাদে সোচ্চার হন ওই ওয়ার্ডের তৃণমূল নেতা কর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা নায়েক।
তৃণমূল কর্মীদের অভিযোগ, অর্পিতা অত্যন্ত সুযোগ সন্ধানী। এর আগেও তিনি একাধিকবার তৃণমূলে যোগদান করেছেন, কিন্তু পুরনির্বাচনে দলের টিকিট না পেয়ে ফের নির্দলে দাঁড়িয়ে গিয়েছেন। তাছাড়া ওয়ার্ডের নেতা কর্মীদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই সম্প্রতি অর্পিতাকে দলে যোগদান করিয়েছেন জুন মালিয়া যা কিছুতেই মেনে নিতে পারছেন না দলের একনিষ্ঠ কর্মীরা।