আমাদের ভারত, ২৬ মার্চ: বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। এমন ভাষাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বর্ধমান- দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। এই আক্রমণের জন্য তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সূত্রের খবর, জেলা শাসকের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।
মঙ্গলবার সকালে বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে হাঁটতে যান। সেখান থেকে সিটি সেন্টারের অম্বুজা এলাকা ঘুরে ফের চতুরঙ্গ মাঠে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারপর কাশীরাম বস্তিতে গিয়ে দেওয়াল লেখেন। সেখান থেকে বেরিয়ে মেইন গেট এলাকায় চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দেন। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
তিনি বলেন, সাংগঠনিকভাবে বর্ধমান- দুর্গাপুরের দুর্বলতা আছে। তৃণমূলের অত্যাচারে বিজেপির অনেক কর্মী এখনো ঘরছাড়া। লোকসভা নির্বাচনের আগেও হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি সুস্থ নির্বাচনে বিশ্বাসী। কিন্তু কেউ তাদের ওপর আক্রমণ করতে এলে তারাও চুপ করে বসে থাকবে না, মাঠে নেমে লড়াই করবে। এরপরই মমতাকে বেলাগাম আক্রমণ করেন বিজেপি নেতা। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ করে তিনি বলেন, ক্রিকেটার হিসেবে তাকে আমি সম্মান করি। কিন্তু এটা রাজনীতি। আর উনি দিদির হাত ধরে এসেছেন। সেই দিদির পা-ই টলছে। এখন দিদির বাড়ির লোকই দিদিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে উনি বুঝতেই পারবেন না।
এরপরই বর্ধমান- দুর্গাপুরের বিজেপির প্রার্থী আরো বলেন, দিদি গোয়ায় গিয়ে বলেন, “আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক না।”
এই মন্তব্যের পরেই বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের কুনাল ঘোষ। তিনি বলেন, দিলীপ ঘোষ ছিঃ। এরকম রুচিহীন এবং কুৎসিত কথাবার্তা বিজেপি নেতাদের মুখেই মানায়। কি চাইছেন আপনারা? জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। জননেত্রী তিনি। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন দলবদলু বিজেপি তারা গিয়ে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। সেখানে কথা বলার ক্ষমতা নেই। আপনার মানসিক অবসাদ থেকে নিজের হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে।
দিলীপ ঘোষর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যের অভিযোগ সম্পর্কে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাজে রিপোর্ট করেছে নির্বাচন কমিশন। বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপের বিরুদ্ধে সরাসরি আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।