Strict surveillance, Bankura, ভোটের মুখে বাঁকুড়া জেলাজুড়ে কড়া নজরদারি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ মার্চ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলার সন্দেহজনক ও অপরাধমূলক কার্যকলাপের উপর কড়া নজরদারি শুরু করেছে জেলা পুলিশ। আজ জেলাজুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। জেলার বিভিন্ন থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকায় নাকা চেকিং ড্রাইভ চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্তঃজেলা সীমানার মিশরিশোল নাকা চেকিং পোস্ট, ইন্দাস থানার অন্তর্গত খাররা নাকা চেকিং পোস্ট, ইন্দপুর থানার অন্তর্গত বাগডিহা, ভূতেরগেরিয়া এবং পায়রাচলি আন্তঃজেলা সীমানার নাকা চেকিং পোস্ট, বারিকুল থানার অন্তর্গত বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া আন্তঃজেলা সীমানার পাড়ারডিহি মোড় নাকা চেকিং পোস্ট, বেলিয়াতোড় থানার অন্তর্গত মারখা নাকা চেকিং পোস্ট, শালতোড়া নাকা চেকিং পোস্ট, ছাতনা থানার অন্তর্গত চাকালতল ও মহেসানা নাকা চেকিং পোস্ট, গঙ্গাজলঘাঁটি থানার অন্তর্গত দুর্লভপুর মোড় এবং কুস্থলিয়া মোড় নাকা চেকিং পোস্ট, পাত্রসায়ের থানার অন্তর্গত ইদুলচক্ নাকা চেকিং পোস্টে আজ সকাল থেকেই চেকিং চলে। যাতায়াতকারী মোটরসাইকেল, চারচাকার ছোট ও বড় গাড়ি, লরি ইত্যাদি যানবাহন পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *