নীল বণিক আমাদের ভারত, ২৫ মার্চ: করোনা নিয়ে মানুষ যাতে অযথা আতঙ্কিত না হন তাই মানুষকে বোঝাতে উদ্যোগী হলেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। তিনি আজ সকালে হ্যান্ড বাইক নিয়ে প্রচারে বের হন। মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন, করোনা প্রতিরোধে কী কী করনীয় সে ব্যাপারেও মানুষকে সচেতন করেন পুরপ্রধান।
বুধবার সকালে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব হ্যান্ড মাইক নিয়ে স্থানীয় বাজার এলাকাগুলিতে প্রচার চালান। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, অযথা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারে পাওয়া যাবে। তাই অযথা আতঙ্কিত হবেন না। সময় মতন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কিনুন এবং বাড়ি ফিরে যান। এই পুরসভা এলাকায় কোনও ব্যক্তি অসুস্থ হলেও তাঁকে জানাতে বলেন। তিনি ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করবে বলে জানান। কাঠালবাগান, উত্তরপাড়া বাজার, শখের বাজার এলাকায় তিনি ঘুরে ঘুরে এই প্রচার চালান।