অভিনন্দনযাত্রায় মানুষের ঢ্ল দেখে আপ্লুত দিলীপ, উত্তরবঙ্গে ৫০টি বিধানসভা আসন দখলের পরিকল্পনা

আমাদের ভারত, মালদা, ২৭ জানুয়ারি: আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৫০টি বিজেপির দখলে যাবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অভিনন্দনযাত্রায় অংশগ্রহণ করে এরকমই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যেখানেই গেছি প্রশাসনের অসহযোগিতা সত্বেও হাজার হাজার মানুষ অভিনন্দন যাত্রায় অংশ নিয়েছেন, এর থেকে পরিষ্কার মানুষ কি চাইছে।

আজ সকালে পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় চা–চর্চায় অংশগ্রহণ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সাথে ছিলেন রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও জেলা বিজেপি নেতৃত্ব।

সকালে মঙ্গলবাড়ি এলাকায় হেঁটে জনসংযোগ করেন দিলীপ ঘোষ। এরপর চায়ের দোকানে বসে চা পান করেন ও মানুষের সাথে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, বিধানসভায় উত্তরবঙ্গের ৫৪টির মধ্যে ৫০টা আসন থেকে বিজেপি জিতবে। এটা নিশ্চিত, সেই জন্য কাজ করছি। আর এটা মানুষ বুঝিয়ে দিয়েছেন। মানুষের সাড়া কীভাবে পাচ্ছেন তা বলতে গিয়ে তিনি জানান, যত জায়গায় অভিনন্দন যাত্রা হয়েছে প্রত্যেকদিন নতুন রেকর্ড হচ্ছে। প্রত্যেকদিন লোক বাড়ছে। এত পুলিশি বাধা, সরকার প্রশাসনের বাধা সত্ত্বেও বিশাল বিশাল সমাবেশ হচ্ছে। কোথাও পারমিশন দেওয়া হচ্ছে না। আমাদের আইন মানতে বাধ্য করা হচ্ছে। আমাদের গণতান্ত্রিক অধিকারকে লুট করা হচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *