আমাদের ভারত, দিলীপ ঘোষ, ৬ আগস্ট: বাংলাদেশে বর্তমানে বাঙালিদের সঙ্কটজনক পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার দিলীপবাবু এক্স-বার্তায় লিখেছেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর জন্যই আজ আপনাদের বাংলাদেশে হিন্দু বাঙালি হয়ে বাঁচতে হচ্ছে না।”
প্রসঙ্গত, দেশভাগের পরিকল্পনার সময় কলকাতা-সহ বর্তমান পশ্চিমবঙ্গের একাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার উপক্রম হয়েছিল। শ্যামাপ্রসাদ বাংলার সকল জেলা ভিত্তিক পরিসংখ্যান গত তথ্য দেখিয়ে দাবি করলেন, “যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্থানে যাবে তা হলে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্থানে কেন যাবে”? তাঁর যুক্তিকে তৎকালীন ইংরাজ সরকারও অস্বীকার করতে পারেনি।
শ্যামাপ্রসাদ শুধু পশ্চিমবঙ্গ আদায়েই তাঁর দাবি সীমাবদ্ধ রাখেননি, স্বাধীনতার পর তদানীন্তন পূর্ব পাকিস্তানের নির্যাতিত হিন্দুদের পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন। নির্যাতিত উৎখাত হিন্দুদের পুনর্বাসনের দাবিতে অনড় থেকে তিনি ১৯৫০-এ পণ্ডিত নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগও করেন। ১৯৫০-এর অগস্টে সংসদে সুদীর্ঘ ভাষণে নেহরু-লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি বলেছিলেন, তিনটি উপায়ে ভারত পাকিস্তানের শরণার্থী সমস্যার সমাধান হতে পারে।