আমাদের ভারত, গঙ্গাসাগর, ২৪ ডিসেম্বর: আজ বৃহস্পতিবার দক্ষিন ২৪ পরগনার গঙ্গাসাগরে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেই সভা করার আগে এদিন গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে একটি চা চক্রে যোগদান করেন তিনি। সেখানে সাধারন মানুষের সাথে জনসংযোগ করেন। বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষের জন্য কি কি করবে সেসব একদিকে যেমন তিনি বলেন, তেমনি বর্তমান তৃণমূল সরকার ‘রাজ্যবাসীর সাথে কিভাবে প্রতারণা করছে, কিভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করছে ও সাধারন মানুষের কাছ থেকে কাটমানি খাচ্ছে’ সে সম্পর্কে ওয়াকিবহাল করেন।
এদিনের চা চক্রে এলাকার সাধারন মানুষের সমস্যার কথাও শোনেন দিলীপবাবু। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা এই এলাকার সমুদ্র বাঁধ। ভরা কোটালে এখানে বাঁধ বারে বারে ভেঙ্গে এলাকা প্লাবিত হয় বলে দিলীপ ঘোষকে জানান এলাকার সাধারন মানুষজন। সেই কথা শুনে সাগরের বোটখালি গ্রামে সমুদ্র বাঁধের অবস্থাও খতিয়ে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, এখানে তৃণমূল কাজ করেনি। বাঁধ সারাইয়ের টাকা, কংক্রিটের বাঁধ মেরামতির টাকা তছরুপ করেছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি এলাকার মানুষ এদিন দিলীপ ঘোষকে কাছে পেয়ে স্থানীয় সাংসদ চৌধুরী মোহন জাটুয়া ও বিধায়ক বঙ্কিম হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।