নীল বনিক, আমাদের ভারত, ১৫ মার্চ: পুরভোটের আগে দলে শোভনের সক্রীয়তা চাইলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে বিজেপির রাজ্য সভাপতি বেহালায় চায়ে পে চর্চা কর্মসূচিতে গিয়েছিলেন। তা শেষ করার পর তিনি বলেন প্রাক্তন মেয়র ফের রাজনীতিতে সক্রীয় হোক আমি তাই চাই।
দিলীপ ঘোষ বলেন, শোভন চ্যাটার্জি বিজেপির হয়ে কাজ করুক আমরা তাই চাইছি। তাছাড়া শোভন চ্যাটার্জি এখনও দল ছাড়েননি। দলের রাজ্য সভাপতির বক্তব্যের পরেই শোভন চ্যাটার্জির দলে সক্রীয়তা চেয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, প্রাক্তন মেয়র এখনও বিজেপি ছাড়েননি। উনি বিজেপি ছাড়েছেন এমন কথাও বলেননি। ওঁনার সঙ্গে দলের যোগাযোগ কিছুটা কম। এমনকি আমার সঙ্গেও শোভন চ্যাটার্জির সঙ্গে কোনও কথা হয়নি।
প্রসঙ্গত, পুরভোটের আগে প্রাক্তন মেয়রকে নিয়ে বিজেপি ও তৃণমূলের দড়িটানাটানি চলছে। চলতি সপ্তাহে শোভন চ্যাটার্জির বান্ধবী বৈশাখি ব্যানার্জি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই বেহালার পূর্বের দায়িত্ব থেকে সরানো হয় রত্না চ্যাটার্জিকে। যা নিয়ে রাজ্য রাজনীতে ফের জল্পনা চলতে থাকে তাহলে অভিমান কাটিয়ে কি তৃণমূলে ফিরছেন শোভন চ্যাটার্জি। সেই প্রশ্নে এদিন সায়ন্তন বসু বলেন, ওঁনারা কী করবেন তা আমি বলতে পারি না, তবে শোভন চ্যাটার্জি দলকে এখনও কিছু বলেনি বলে জানান সায়ন্তন বসু।