মুর্শিদাবাদ সারা দেশের মধ্যে গরিব জেলা, বহরমপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ নভেম্বর: মুর্শিদাবাদ জেলা কে সারা দেশের মধ্যে গরিব জেলা বলে বর্ণনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুধু তাই নয় তাঁর মতে মুর্শিদাবাদ হচ্ছে সমাজবিরোধীদের জেলা এবং এখানে উগ্রপন্থী তৈরি হয়। জেলা বাসীর কাছে তাঁর আবেদন, এখন ভাবার সময় এসেছে এই জেলা কি এভাবেই চলবে? নাকি উন্নয়নের হাত ধরে এগিয়ে যাবে? তাই তিনি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কে ভোট দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর স্কোয়ার ফিল্ডে প্রাতঃভ্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি মাঠে নেমে ব্যাট হাতে ক্রিকেটও খেলেছেন তিনি।

দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের বনধ নিয়ে বলেন, বাংলার লোক বনধ চাইছেন না বলে দুটি দল সিপিএম ও কংগ্রেস কে বিদায় জানিয়েছেন। মুর্শিদাবাদ জেলাতে বিজেপি নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদ জেলাতে আগে ছিল কংগ্রেস ও সিপিএম তারা এখন ঠান্ডা হয়ে গেছে, তৃণমূল আছে কিন্তু তৃণমূল নিজেদের ঝগড়া ঝামেলা মিটাতে ব্যস্ত। পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে সেটা বিজেপি হাত ধরে হবে।
অন্যদিকে বুধবার রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজা সেখ খুনের ঘটনায় দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদ জেলাতে খুন নতুন কিছু নয়, মুর্শিদাবাদ জেলাতে উগ্রপন্থী পাওয়া যায়। বুধবার কান্দিতে সভা করে ফেরার পথে আমাদের দুটি গাড়ি ভাঙ্গচুর করা হয়। সারা দেশের মধ্যে গরিব জেলা মুর্শিদাবাদ। গরিব ও সমাজ বিরোধী জেলা মুর্শিদাবাদ। সাধারন মানুষের ভাবা উচিত মুর্শিদাবাদ জেলাতে কি মারামারি আর উগ্রপন্থীরা তৈরি হবে, আর আইনশৃঙ্খলার অবনতি হতে থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *