স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ জানুয়ারি: জেএনইউতে হামলার ঘটনাকে গটআপ বললেন বিজেপি রাজ্য সভাপতি ও সংসদ দিলীপ ঘোষ। সোমবার নদিয়ার কৃষ্ণনগর শহরে সিএএ’র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রায় যোগ দেন দিলীপ ঘোষ।কৃষ্ণনগর রাজবাড়ি থেকে কৃষ্ণনগর কালেকটারি মোড় পর্যন্ত প্রায় ৩কিলোমিটার রাস্তা পাড়ি দেয় এই পদযাত্রা মিছিল। পরে সেখানে একটি পথসভাও করেন দিলীপ বাবু।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জেএনইউ এর ঘটনা গটআপ। দিল্লি প্রশাসন এর উপযুক্ত ব্যবস্থা নেবে। পাশাপাশি তিনি বলেন, যাদবপুর ইউনিভার্সিটি এর ভিতরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও গভর্নরকে হেনস্থা করা হয়েছিল। দিদির পুলিশ প্রশাসনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হিম্মত নেই। কারণ দিদি জানে ব্যবস্থা নিলে সরকার পড়ে যাবে।