নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ নভেম্বর: গুন্ডা বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার জন্য আইনি পাঠালেন নোটিশ দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবারের সাংসদের মন্তব্যের জন্য তাকে তিন দিন সময় দিলেন বিজেপি রাজ্য সভাপতি। না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার দক্ষিণ ২৪ পরগনায় এক জনসভা থেকে বিজেপি রাজ্য সভাপতিকে গুন্ডা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়কেও ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি। গুন্ডা বলার জন্য দিলীপ ঘোষের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ সোমবার বিজেপির হেস্টিংসের অফিসে বলেন, তৃণমূল এখন ব্যক্তিগত আক্রমণ করা শুরু করেছে। রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে না পেরে ব্যক্তিগত আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন খোকাবাবু বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।