আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জানুয়ারি: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার, নারায়ণগড় ব্লকের কুশদা অভিনন্দন ক্লাবের উদ্যোগে একটি কর্মসূচিতে এসে প্রায় হাজার জন এলাকার দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও একাধিক বিজেপির নেতাকর্মী থেকে ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার রাতে সিএএ’র সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি ছিল বিজেপির। খড়গপুর পুরসভার ১৬নম্বর ওয়ার্ডের সেই অনুষ্ঠানে গিয়ে রীতিমতন নিজেদের কর্মীদের সঙ্গে লিট্টি খাওয়াতে মাতলেন বিজেপির রাজ্য সভাপতি।
সঙ্গে ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাস। প্রথমে তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সিএএ’র সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করেন। পরে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন দিলীপ ঘোষ। পরে নেতাকর্মীদের সঙ্গে লিট্টি খাওয়াতে মেতে ওঠেন তিনি। লিট্টি বিহারের জনপ্রিয় খাবার। এটা খেলে গ্যাস অম্বল কিছু হয় না বলে জানান দিলীপ ঘোষ।