নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ:
সংবিধানকে সুরক্ষিত করতেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দরকার। বৃহস্পতিবার দলের রাজ্য সদর দফতরে বসে এইকথা জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, পুরভোটে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী চায় বিজেপি। দলের এই মনোভাব অনেক আগেই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে বলা হয়েছে। একাধিকবার মুকুল রায় কমিশনের দফতরে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছেন। এখন রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে গণতন্ত্র বজায় রাখতে রাজ্যের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দরকার বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
তিনি এদিন বলেন, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকলেই অবাধ ভোট হবে। পাশাপাশি পুরভোটের আগে দলীয় কর্মীদের পুলিশ দিয়ে হেনস্তা শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, পুরভোটের আগে দলীয় কর্মীদের ভয় দেখাতে তৃণমূল মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। তাতে অবশ্য কোনও কাজ হবে না।