“বাংলার গর্ব মমতা “কর্মসূচি নারায়ণগড়ে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ:
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে “বাংলার গর্ব মমতা “কর্মসূচি শুরু হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই কর্মসূচির বর্ণনা দেন নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ। তিনি বলেন, “বাংলার গর্ব মমতা “কর্মসূচির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের সার্বিক উন্নয়ন ও জনহিতকর কার্যক্রমের প্রচার করবেন তারা। শুধুমাত্র উন্নয়নের প্রচার নাকি এলাকার বাদবাকি উন্নয়ন ও অভাব অভিযোগের দিকে তারা নজর দেবেন, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিধায়ক প্রদ্যুৎ ঘোষ জানান, “আমাদের সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে উন্নয়ন হয়েছে, বিগত ৩৪ বছরে বাম আমলে তা হয়নি। তাই আমরা উন্নয়ন যেমন প্রচার করছি, তেমনি যে সকল অভাব অভিযোগ রয়েছে সেগুলোও খতিয়ে দেখবো। দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে আমরা এর আগে এলাকায় গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনেছি। দিদির সঙ্গে সরাসরি সাধারণ মানুষ যাতে তাদের অভাব অভিযোগ বলতে পারেন সেজন্য প্রত্যয়িত নাম্বার যুক্ত কার্ড বিলি করা হয়েছে। এখন আমরা তার উন্নয়ন নিয়ে কথা বলবো। একই সঙ্গে দিদিকে বলো কর্মসূচিরও প্রচার চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *