পরিযায়ী শ্রমিকদের জন্য উপযুক্ত কোয়ারেনটাইন সেন্টার না করায় ছড়াচ্ছে করোনা, অভিযোগ দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের, ২৯ মে: পরিযায়ী শ্রমিকদের জন্য উপযুক্ত ব্যাবস্থা না থাকায় ছড়াচ্ছে করোনা। শুক্রবার দলের রাজ্য সদর দফতরে বসে এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজই আমফান দুর্গতদের জন্য বিভিন্ন এলাকায় লরি করে ত্রাণ পাঠাল বিজেপি।

তিনি বলেন, প্রথমে বাংলা পরিযায়ী শ্রমিকদের ফেরাতেই চায়নি। দায়িত্ব নিতে চায়নি বলেই কেন্দ্রর কাছে ট্রেন চায়নি। হাজার সমালোচনার পরে শেষে কেন্দ্রের কাছে ট্রেন চেয়েছে। তাও আবার অনান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। পরিযায়ী শ্রমিকরা কোয়ারেনটাইন সেন্টারগুলি নিয়ে অভিযোগ করছেন প্রতিনিয়ত। কোথাও জল নেই। আবার কোথাও খাবারের মান অনেকটাই নিম্ন। দেশের বহু রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছে। কোথাও কোনও সমস্যা হয়নি। তাহলে বাংলায় কেন সমস্যা হবে বলে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য একেবারে পঞ্চায়েত স্তরেই কোয়ারেনটাইন সেন্টার খুলেছে উত্তরপ্রদেশ সরকার। তাহলে বাংলায় পঞ্চায়েত স্তরে কেন কোয়ারেনটাইন সেন্টার তৈরি হয়নি? এখানে পরিযায়ী শ্রমিকদের করোনার পরীক্ষা হচ্ছে না। তাদের দ্রুত করোনার পরীক্ষা প্রয়োজন। পরিযায়ী শ্রমিকদের জন্য উপযুক্ত কোয়ারেনটাই সেন্টার দরকার। পরিকাঠামোগত দুর্বলতার জন্য রাজ্যে করোনা মহামারি নিচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তার আরও অভিযোগ, রাজ্য সরকার করোনার সংক্রমন এড়াতে ব্যর্থ। আমফানের ত্রাণ মানুষের কাছে পৌছে দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। তাই রাজ্য বিজেপি নিজের সাধ্যমতো এদিন আমফানের দুর্গতদের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠাবার ব্যাবস্থা করেছে। মুরলিধর সেন লেন থেকে দিলীপ ঘোষ রাজ্যের বিভিন্ন জায়গায় লরি করে ত্রাণ পাঠান। দলীয় পতাকা নেড়ে বিজেপির রাজ্য নেতারা সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গতদের সাহায্যে ত্রাণ পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *