আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর: বাংলাদেশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতার তুলনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপবাবু লিখেছেন, “কয়েকদিন আগে বাংলাদেশে বন্যা সৃষ্টিকারী ত্রিপুরা ব্যারেজের গেট খুলে দেওয়ার জন্য ভারতকে অভিযুক্ত করে বাংলাদেশ। এখন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঝাড়খণ্ড ব্যারেজের গেট খুলে দিলে পশ্চিমবঙ্গও বন্যার সম্মুখীন হবে।
এটা কি পরিহাস নয় যে একই বিষয়কে দুটি দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে? নিজের ত্রুটি-বিচ্যুতিগুলো দেখার পরিবর্তে, সমস্যা দেখা দিলে দোষ অন্যের ওপর চাপানো হয়। সঠিকভাবে নদী ড্রেজিং না করায় নদীর গভীরে স্তর জমে।
খাল ও জলাভূমি রক্ষা না করলে বন্যা অনিবার্য। বেড়িবাঁধে অতিরিক্ত জল ছাড়া না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।”