আমাদের ভারত, ১৩ জানুয়ারি: সাগরে পুণ্য স্নান সেরে সোমবার স্মৃতিচারণ করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি লিখেছেন, “আজ গঙ্গা সাগরে পুণ্য স্নান সেরে দীর্ঘ দিনের সাথীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। ৯০- এর দশকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজের সুত্রে আমাদের পরিচয় হয়েছিল। তখন এই গঙ্গাসাগর চত্বর, পুরো এলাকা আমরা পায়ে হেঁটে ঘুরতাম। এখন যত বয়স বাড়ছে মনের মধ্যে স্মৃতিরা ভিড় করে আসে।
আজ আবারও সব স্মৃতি মনে পড়ে গেল। এখানকার মানুষদের আতিথেয়তা, আন্তরিকতার তুলনা নেই। গাছ থেকে টাটকা মিষ্টি ডাব পেড়ে খাওয়ালেন গ্রামবাসীরা। পুরো গ্রামের মানুষজন এসে আলাপ করে গেলেন আমাদের সঙ্গে। সবার সঙ্গে দীর্ঘ কথাবার্তা আর সেইসব ফেলে আসা দিনের স্মৃতিচারণ। খুব সুন্দর কাটল সময়টা।”