বাংলায় কলুষিত রাজনীতির জন্য অনুব্রতদের দায়ী করলেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জানুয়ারি: অনুব্রত মণ্ডলের মতো লোকেরা রাজনীতিতে রয়েছে-বলেই রাজনীতি এতটা কলুষিত হয়েছে এবং দুর্নীতি ও হিংসা পশ্চিমবাংলাকে গ্রাস করেছে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মঙ্গলবার খড়গপুর শহরে দিলীপ ঘোষ বলেন, অনুব্রত মণ্ডলের মতো নেতাদের রাজনীতি থেকে অপসারণ করা দরকার এবং সেটা হবে। গতকাল অনুব্রত মণ্ডল দাবি করেন, কেন্দ্রের উচিত দিলীপ ঘোষকে গুলি করে মারা। এদিন সকালে সেই প্রসঙ্গ তুলে বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। মেদিনীপুরের সাংসদের অভিযোগ,
পুরসভা ভোটের আগে খড়গপুর সহ সারা রাজ্যে খুন-জখমের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। যে মাফিয়ারাজের বিরুদ্ধে লড়াই করে বিজেপি গত বিধানসভা এবং লোকসভায় জিতেছিল, উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর খড়গপুর শহরে সেই মাফিয়া রাজ আবার ফিরে আসছে। খড়্গপুরের মানুষের ভাবা দরকার কাদেরকে উপনির্বাচনে জিতিয়েছেন। এবার পৌর ভোটকে সামনে রেখে মাফিয়ারাজ ইস্যুতে বিজেপি যে ফের সরব হতে চলেছে মঙ্গলবার সকালে খড়্গপুরে এমনই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *