নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ডিসেম্বর:
মমতার ঝাড়খন্ড সফরকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যার শপথেই যান তার সরকার এক বছরের বেশি যায় না। অতীতে আপনারা দেখেছেন কর্নাটকের অবস্থা। কর্নাটকের সরকার একবছর যেতেই তাতে ভাঙন ধরে। পরে সেখানে বিজেপির নেতৃত্বে সরকার গঠন হয়। ঝাড়খন্ডেও শেষ পর্যন্ত তা মিলে না যায়! তবে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী একথা বুঝলেন না। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে হয়তো বুঝেছিলেন। তাই এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে মন দিয়ে তার শপথ গ্রহণে ডাকেননি। রবিবার আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে দলের শিক্ষক সংগঠনের সম্মেলনে যোগদান করে এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
তিনি এদিন অভিযোগ করেন রাজ্যের শাসক দলের আমলে শিক্ষাব্যাবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই এ রাজ্যে বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে জানান দিলীপ ঘোষ। তার অভিযোগ, রাজ্যেের শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলিতে যার যে পদে বসা উচিত তারা সেই পদ পাচ্ছেন না। এর ফলে শিক্ষার মান নামছে। বাংলার বর্তমান শিক্ষা ব্যাবস্থা মানুষের কাছে তুলে ধরার জন্য এদিন দলের শিক্ষকদের কাছে আহ্বান জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।