আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর: ব্যাঙ্ক থেকে টাকা তোলা নিয়ে ভাইয়ের হাতে দাদা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় আহত আরও দুইজন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গাইসাল গ্রাম পঞ্চায়েতের তালবস্তি এলাকায়। মৃত দাদার নাম মহম্মদ আফজাল (২২)। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। অভিযুক্ত ভাইকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার গাইসাল গ্রাম পঞ্চায়েতের তালবস্তি এলাকার বাসিন্দা মহম্মদ আফজাল ও তার ভাই মহম্মদ মুন্না মধ্যে ব্যাঙ্কের টাকা তোলা নিয়ে ঝামেলা চলছিল। দাদা আফজল তার ভাই মহম্মদ মুন্নাকে বলে ব্যাঙ্কে যে টাকা আছে সেই টাকা তুলে মহাজনদের দিতে হবে। কিন্তু ভাই মুন্না বলে ওই টাকা আমার বিয়েতে লাগবে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় ঝামেলা। ভাই মুন্না আচমকাই দাদা আফজলকে কুড়ুল দিয়ে মাথায় আঘাত করলে দাদা মাটিতে পড়ে যায়। ওই কুড়ুলের আঘাতে আহত হয় আরও দুজন। তড়িঘড়ি আফজলকে স্থানীয় বাসিন্দারা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আফজলকে মৃত বলে ঘোষণা করে। আহত দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। দাদাকে খুন করার অভিযোগে ভাই মুন্নাকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।