অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ জানুয়ারি: আজ এনআরসি ও সিএএ’র সমর্থনে ঝাড়গ্রাম জেলার সারদাপীঠ থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার বিশাল মিছিল করল ঝাড়গ্রাম জেলা বিজেপি। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রিমঝিম মিত্র, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কুণাল হেমরম। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ সুভাষ সরকার। ঝাড়গ্রাম জেলার সভাপতি সুখময় সৎপতি, ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ সহ একাধিক নেতা নেত্রী ও কর্মীবৃন্দ।
এই পদযাত্রার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, দিদিমণির বিরোধী ঐক্যের নেশা কেটে গেছে। আগামী ১৩ই জানুয়ারি দিল্লিতে বিরোধীদের ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কলকাতায় বিরোধী সমাবেশের পর লোকসভা ভোটের ফলেই মমতা বুঝে গেছেন। তাঁর আরও দাবি, রাজ্যে নতুন বছরে যে সব ধর্ষণের ঘটনা ঘটেছে, তা হায়দরাবাদ-কাণ্ডকেও ছাড়িয়ে গেছে। তাঁর উপদেশ, এই ব্যাপারেই বরং মুখ্যমন্ত্রীর মনোনিবেশ করা উচিত। এইদিন ঝাড়গ্রামের পথসভা থেকে মুখ্যমন্ত্রী চেহারা নিয়েও কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, আমরা জঙ্গলমহলের মানুষ মুড়ি পান্তা খেয়ে শরীর চকচক করছে। আর দিদিমণি মনে হয় কিছুই খান না তাই মাথার ঠিক নেই শরীর ধীরে ধীরে আমসির মতো হয়ে যাচ্ছে।