মহারাষ্ট্রে মতবিরোধ তুঙ্গে! শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটে ফাটল

আমাদের ভারত,১৭ ফেব্রুয়ারি: একাধিক ইস্যুতে মতানৈক্যের কারণে ফাটল তৈরি হয়েছে মহারাষ্ট্রের শিবসেনা-কংগ্রেস এবং এনসিপি জোটে। এই জল্পনাই এখন তুঙ্গে রাজনৈতিক মহলের। তার মধ্যেই মতবিরোধ থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সোমবার দলের নেতাদের একটি বৈঠক ডেকেছেন এনসিপি’র প্রধান শারদ পাওয়ার।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মহারাষ্ট্রের ঠাকরে সরকারের বেশ কিছু সিদ্ধান্ত একাই নিয়ে ফেলছেন মুখ্যমন্ত্রী নিজে। একইসঙ্গে সম্প্রতি এলগার পরিষদ কান্ডের তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআই-এর হাতে। রাজ্যে মুসলিমদের সংরক্ষণ নিয়েই বেধেছে এই শরিকদের মধ্যে বিরোধ। এনপিআর নিয়েও মতবিরোধ তৈরি হয়েছে জোটে। তাই আজ ঐসব বিষয় নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে বসছেন শরদ পাওয়ার।

এলগার পরিষদ মামলার তদন্তভার এনআইএকে দেওয়া নিয়ে শরদ পাওয়ার সংবাদমাধ্যমকে বলেন, আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয় হওয়ায় রাজ্যে অধিকার খর্ব করা ঠিক নয়।

অন্যদিকে সিএএ, এনআরসি ও এনপিআরের বিরোধিতা করেছে কংগ্রেস এবং এনসিপি। কিন্তু কংগ্রেসের আপত্তিকে একরকম আমল না দিয়েই শনিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রে এনপিআর তিনি করবেন। ১ মে থেকে এনপিআরের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

এনপিআরের এই সিদ্ধান্ত নিয়ে এনসিপি এখনো পর্যন্ত কিছু না বললেও দলের বেশ কিছু নেতার এ বিষয়ে আপত্তি রয়েছে বলে জানাগেছে। তবে পরে এনপিআরের বিষয় শিবসেনা নেতা জিতেন্দ্র অবশ্য বলেছেন, শরিকদের সঙ্গে কথা বলেই এনপিআরের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *