আমাদের ভারত, ১ জুলাই: “সন্দেশখালি, উত্তর দিনাজপুর বা অন্য অনেক জায়গা–ই দিদির পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য নিরাপদ নয়।” সোমবার এক্স-বার্তায় এমনই মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা।
তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ থেকে একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশিত হয়েছে। এটি শুধুমাত্র ধর্মশাস্ত্রে বিদ্যমান বর্বরতার কথা মনে করিয়ে দেয়। বিষয়টি আরও খারাপ। কারণ, টিএমসি ক্যাডার এবং বিধায়করা এই বর্বরতাকে মান্যতা দিচ্ছেন।”
প্রসঙ্গত, রবিবার দুপুরে তৃণমূলের চোপড়ার নেতা তাজমুল ওরফে ‘জেসিবি’র একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন জেসিবি নামে ওই ব্যক্তি। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে। তার পরে আবার শুরু হচ্ছে মার। একইসঙ্গে এক তরুণকেও একইভাবে মারতে দেখা যায় তাঁকে। ওই ভিডিয়েও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। একে একে মুখ খুলতে শুরু করেছে রাজ্যের বিরোধীরা।