আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি:
জনসংযোগ বাড়াতে “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে বিধায়ক হাজির গ্রামে গ্রামে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত একতাল গ্রামে দিদিকে বলো কর্মসূচি নিয়ে হাজির হন বিধায়ক সহ তার প্রতিনিধি দল। গ্রামের মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন তিনি। আর গ্রামের মানুষও তার কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরেন।
গ্রামের মানুষ বলেন কাজ খুব ভালো করেছে দিদির সরকার গ্রামের রাস্তাঘাট ও গ্রামের উন্নয়ন ভালোভাবেই করেছেন এতে তারা খুব খুশি বলে জানান বিধায়ককে। তেমন কোনো দাবি ছিল না তাদের বিধায়কের কাছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ ও বিশিষ্ট সমাজসেবী কাউসার আলী সহ তৃণমূল কর্মী সমর্থকরা।