অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ জানুয়ারি: “দিদিকে বলো” কর্মসূচিতে জোরদার প্রচার শুরু করল নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর ১নং ব্লকের তৃণমূল কর্মী সর্মথকরা। পঞ্চায়েত ভোটের পর থেকেই এই ব্লকে বিজেপির উত্থান ঘটে, সেই মানুষদের আবার তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়ে শনিবার সকাল থেকেই গোপীবল্লভপুর ১নং ব্লকের গোপীনাথপুরে “দিদিকে বলো “কর্মসূচির দায়িত্বে থাকা নয়াগ্রাম বিধানসভার এমএলএ দুলাল মুর্মু পঞ্চায়েত সমিতির সদস্য সত্যরঞ্জন বারিক, রঞ্জিত মহাকুল সহ একাধিক তৃণমূল কর্মী-সমর্থকরা গোপীনাথপুর গ্রামের বাড়ি বাড়ি যান, তাদের সাঙ্গে কথা বলেন ও দিদিকে বলো’র ফোন নাম্বার তাদের হাতে তুলে দেন।
অন্যদিকে গোপীবল্লভপুর ১নং ব্লকের সারিয়া ৪ নং অঞ্চলের আশুইতে ” দিদিকে বলো ” কর্মসূচি করলেন দায়িত্বে থাকা যুব তৃণমূলের সিদ্ধার্থ শঙ্কর দেওবাবু , ব্লক সভাপতি শঙ্কর প্রসাদ হাঁসদা, যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক, সনদ দাস, অভিষেক দাস ও অন্যান্য কর্মী সমর্থকরা আশুই গ্রামের বাড়ি বাড়ি যান। তাদের সঙ্গে কথা বলেন ও তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং তাদের হাতে দিদিকে বলো’র ফোন নাম্বার তুলে দেন।