দিদিকে বলো কর্মসূচিতে বনগাঁর মানুষের মধ্যে সাড়া জাগালেন পৌরপ্রধান

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ জানুয়ারি:
বনগাঁর পৌর প্রধানের উদ্যোগে শুরু হল দিদিকে বলো কর্মসূচি। উত্তর ২৪ পরগণার  সীমান্ত শহর বনগাঁ পুরসভার ২২টি  ওয়ার্ডেই ”দিদিকে বলো” কর্মসূচি জোর কদমে চলছে বলে 
জানালেন পুরপ্রধান শঙ্কর আঢ্য। তিনি আজ ২০ ও ২১নং  ওয়ার্ডের সমস্ত মানুষের সঙ্গে কথা বলে জানান সাধারণ মানুষ  অতি সহজে তাঁদের সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার জন্য এই কর্মসূচিতে যোগদান করছেন। 

শঙ্কর আঢ্য বলেন, আমরা নেত্রীর নির্দেশ মেনে তাঁদের কথা  শুনেছি। পাশাপাশি সেই সমস্ত মানুষের সমস্যা সমাধানের জন্য ঝাপিয়ে পড়ছি তৃণমূল কর্মীদেরকে নিয়ে৷ সাধারণ মানুষ  তাঁদের  মনের কথা খুলে বলছেন আর আমরাও তাঁদের মনের কাছে পৌঁছে যাচ্ছি এই কর্মসূচির মাধ্যমে৷ এক কথায় “দিদিকে বলো”
কর্মসূচিই বনগাঁর মানুষের কাছে আরও এক ধাপ এগিয়ে যেতে  সাহায্য করেছে আমাদের।

এক বিজেপি নেতার পাল্টা বক্তব্য, সামনেই পুরভোট তাই  লোক  দেখানো কর্মসূচি করছেন বনগাঁর চেয়ার ম্যান। বনগাঁর প্রাক্তন  বিধায়ক গোপাল শেঠ বলেন, শুধু পুরভোট নয় দেশের  মানচিত্র  থেকেই বিজেপি মুছে যাবে, কারণ পুরো দেশটাই সাধারণ  মানুষের গোছানো ঘর, সেই ঘরটাই লন্ডভন্ড করে দিয়েছে  ওই দলটা। লোক সেটাই দেখছে তার উত্তর ব্যালটে দেবে মানুষ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *